Free Porn
xbporn

https://www.bangspankxxx.com
Thursday, September 19, 2024
HomeScrollingবাইডেনের ছবি গলায় ঝুলিয়ে বেড়ান, কাদেরকে ফখরুল

বাইডেনের ছবি গলায় ঝুলিয়ে বেড়ান, কাদেরকে ফখরুল

জি-২০ সম্মেলন চলাকালে ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফি নিয়ে মুখ খুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারে বিএনপিকে উদ্দেশ্য করে দেওয়া ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথার জবাবও দিয়েছেন তিনি। বাইডেনের ছবি গলায় ঝুলিয়ে বেড়াতে ওবায়দুল কাদেরকে পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

জি২০ সম্মেলনে অংশ নিতে ভারত সফরে থাকাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট জো বাইডেন  যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে একাধিক বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার এক অনুষ্ঠানে সেই সেলফির কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, এক সেলফিতেই বিএনপি নেতাদের চোখমুখ শুকিয়ে গেছে এখন তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।’

এর আগের দিন কাদের আরেক বক্তব্যে বলেন, নতুনে একটা খবর আছে ‘ এতদিন বিএনপি জো বাইডেনের দিকে তাকিয়ে ছিল। প্রধানমন্ত্রীর জি-টোয়েন্টি সফর সফল হয়েছে। জো বাইডেন নিজে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি তুলেছেন। জি-টোয়ান্টি সফরে প্রধানমন্ত্রীর সাথে জো বাইডেনের ছবি দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে।’

ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব নাকি বলেছেন, ফখরুল এখন কী বলবেন? আমি বলি, আমার পরামর্শটা নেবেন? সেটা হচ্ছে, এই ছবিটা বাঁধিয়ে ওইটা গলার মধ্যে নিয়ে ঘুরে বেড়ান। সেটা আপনাদের যথেষ্ট সাহায্য করবে, বোঝানোর চেষ্টা করেন জনগণকে আমেরিকা-বাইডেন আমার সঙ্গে আছে।’

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘এত নিঃস্ব হয়ে গেছেন যে, বাইডেনের সঙ্গে সেলফি তুলে এখন ঢোল পেটাচ্ছেন, আমরা জিতে গেছি।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সম্পূর্ণ দেশকে, জাতিকে জিম্মি বানিয়ে আবার একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে চাচ্ছে। তারা বলে, আমাদের অধীনেই নির্বাচন হবে, আমরা অবাধ-সুষ্ঠু নির্বাচন করব। সবাইকে বলে। তোমাদের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে! তার আলামত তো আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, বিরোধী দলের সব নেতাকর্মীকে তোমরা গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিচ্ছো। মিথ্যা মামলা করছ, গায়েবি মামলা করছ।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘পুলিশের আইজি সাহেব বলেন, গায়েবি মামলা কী ওনি জানেন না। জানার কথা না, কারণ মামলাগুলো ওনি দেন তো, ওনার পুলিশ দেয়।’

ফখরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) সম্পূর্ণ দেশকে, জাতিকে জিম্মি বানিয়ে আবার একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে চাচ্ছে। আমরা পরিষ্কার করে বলেছি; বিএনপি একা না, কারণ এই সমস্যাটা বিএনপির একার না—এই সমস্যা সমগ্র জাতির। আজকে সমগ্র জাতি বঞ্চিত হচ্ছে ভোটের অধিকার থেকে। আমাদের সংবিধানে যেটা বলা আছে, এটা জনগণের রাষ্ট্র। জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ চলবে। জনগণ যাদের প্রতিনিধি নির্বাচিত করবে তারাই শুধুমাত্র দেশ পরিচালনা করবে পাঁচ বছরের জন্য।’

মহাসচিব বলেন, ‘এখন সেটাকে তারা পুরোপুরি বদলে দিয়ে এটা আওয়ামী লীগের সংবিধানে পরিণত করেছে। সে জন্য আবারো তারা ওই নির্বাচনে যেতে চায়। তার জন্য কত রকমের ব্যবস্থা তারা করছে! প্রতিদিন অসংখ্য মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

‘আপনি সেন্টমার্টিন দ্বীপ দিয়ে দিয়েছেন?’

প্রধানমন্ত্রীর সম্প্রতি করা সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘কয়দিন আগে তিনি বললেন, আমেরিকা এখন বলছে সেন্টমার্টিন দ্বীপ নাকি তাদের দিয়ে দেওয়ার জন্য। যেহেতু সেন্টমার্টিন দ্বীপ দিচ্ছে না সেই জন্য আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। তাহলে এখন কী বুঝব আমরা, আপনি সেন্টমার্টিন দ্বীপ দিয়ে দিয়েছেন?’

ফখরুল বলেন, ‘র‌্যাবের ওপর থেকে স্যাশন উঠে যায়নি সেলফির জন্য। ভিসানীতির পরিবর্তন হয়নি। তার জন্য আবার ডেমোক্রেসি কনভেনশন ডেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। সুতরাং ভেবে-চিন্তে কথা বলবেন।’

এসময় প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশকে মনে রাখতে হবে, অর্থনীতির মৌলিক পরিবর্তন তিনি নিয়ে এসেছিলেন। আজকে সরকার মিথ্যা কথা বলে, জনগণকে ভুল বুঝিয়ে, বাগাড়ম্বর করে চেষ্টা করেছে। এখন আর জনগণকে পারে না। এ জন্য ওরা এখন শক্তি প্রয়োগ করে। র‌্যাব, পুলিশ, বিজিবি—আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলাতন্ত্রকে দিয়ে জোর করে ক্ষমতায় বসে থাকতে চায় এবং সেটাই তারা করে আসছে।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments