Free Porn
xbporn

https://www.bangspankxxx.com
Sunday, September 22, 2024
HomeScrollingমিডিয়ায় আ.লীগের ‘মুরুব্বি পরিবর্তনের’ আলোচনা চলছে: রিজভী

মিডিয়ায় আ.লীগের ‘মুরুব্বি পরিবর্তনের’ আলোচনা চলছে: রিজভী

সব কূল হারিয়ে সরকার স্বস্তিতে নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশি-বিদেশি গণমাধ্যমে আওয়ামী লীগের ‘মুরব্বি পরিবর্তন নিয়ে’ নানা আলোচনা চলছে।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা।

বিএনপি মুখপাত্র বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী মন্ত্রীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। বেশ কিছুদিন ধরে দেশি-বিদেশি গণমাধ্যমে আওয়ামী লীগের মুরব্বি পরিবর্তন নিয়ে নানা আলোচনা চলছে।’

‘সুতরাং সব কূল হারিয়ে সরকার মনে হয় স্বস্তিতে নেই। বর্তমান পরিস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা এড়াতেই তথ্যমন্ত্রী বিদেশে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছেন। আওয়ামী তথ্যমন্ত্রী হাওয়া থেকে পাওয়া তথ্য দিতেই পারঙ্গম’ যোগ করেন তিনি।

পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে বিএনপির দহরম-মহররম বহু পুরোনো- তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘হঠাৎ করে তথ্যমন্ত্রীর এ ধরনের উদ্ভট বক্তব্য জনগণের মনে ঘোরতর সন্দেহের সৃষ্টি করেছে। মনে হয় তার মন্ত্রিত্ব এখন টালমাটাল অবস্থায় আছে।’

তিনি বলেন, ‘আওয়ামী মন্ত্রীদের বিচারবুদ্ধি নিয়ে জনগণের মাঝে নানা কথা প্রচলিত আছে। তারা যখন খুব বিচলিত ও বেকায়দায় পড়ে তখনই তারা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে।’

বিএনপি ক্ষমতায় যাওয়ার অলি-গলি খুঁজছে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপি মুখপাত্র।

তিনি বলেন, ‘ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাজোচিত জীবন নির্বাহ যাতে ব্যাহত না হয়, সেজন্যই ওবায়দুল কাদের সাহেবরা কখনো কানাগলি দিয়ে, কখনো বিনাভোটে আবার কখনো নিশিরাতের ভোটে ক্ষমতায় আছে। অলিগলি ওবায়দুল কাদের সাহেবদেরকেই অবলম্বন করতে হয়।’

রিজভী বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় থাকা ওবায়দুল কাদের সাহেবরা মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে আবোল-তাবোল বকতে থাকেন। কারণ, আওয়ামী লীগের ঐতিহ্যই হচ্ছে- গণতন্ত্র ও জনগণের সঙ্গে প্রতারণা করা।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের জন্ম ও বিকাশ দেশি-বিদেশি গোয়েন্দাদের ল্যাবরেটরিতে। হাছান মাহমুদ সাহেব আপনি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রচিত বইটি পড়ে দেখুন, কীভাবে তিনি জেনারেল মইনউদ্দিনকে ম্যানেজ করেছিলেন শেখ হাসিনার পক্ষে।’

পাবনা-৪ আসনের উপনির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘বিএনপির কোনো এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রের বাইরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ভোটারদেরও ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। শুধু তারা কেন্দ্রে ঢুকে ভোট দিচ্ছে।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments