Free Porn
xbporn

https://www.bangspankxxx.com
Sunday, September 22, 2024
HomeScrollingকরোনায় আরও ১০ কোটি শ্রমিক দারিদ্র্যসীমার নিচে: জাতিসংঘ

করোনায় আরও ১০ কোটি শ্রমিক দারিদ্র্যসীমার নিচে: জাতিসংঘ

রোনাভাইরাস (কভিড-১৯) মহামারী আরও ১০ কোটি শ্রমিককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ।

কাজের সময় কমে যাওয়া এবং ভালো কাজের সুযোগ নষ্ট হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘ এ কথা বলেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক রিপোর্টে সতর্ক করে বলেছে, মহামারীর কারণে শ্রম বাজারে সৃষ্ট সংকট থেকে উত্তরণ এখনো অনেক দূরের বিষয়।

সংস্থাটি বলছে, ২০২৩ সালের আগে কর্মসংস্থান পরিস্থিতি মহামারীর পূর্বের পর্যায়ে পৌঁছাবে না বলে মনে করা হচ্ছে।

আইএলও প্রধান গুই রাইদার সাংবাদিকদের বলেন, কভিড-১৯ কেবল স্বাস্থ্য সংকট নয়, এটি কর্মসংস্থান ও মানবিক সংকটও।

রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বে বেকারত্বের সংখ্যা দাঁড়াতে পারে সাড়ে ২০ কোটি যা ২০১৯ সালে ছিল ১৮ কোটি ৭০ লাখ।

তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

অনেক লোক চাকরিতে বহাল আছে। কিন্তু নাটকীয়ভাবে তাদের কর্মঘণ্টা কমে গেছে।

রিপোর্টে বলা হয়, ২০২১ সালের দ্বিতীয়ার্ধে বৈশ্বিক কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে।

তবে এই উত্তরণ সমভাবে ঘটবে না বলে সতর্ক করেছে আইএলও। কারণ, কভিড-১৯ এর টিকার সম বণ্টন সম্ভব হচ্ছে না। বিশ্বের ৭৫ শতাংশেরও বেশি টিকার ব্যবহার হচ্ছে মাত্র ১০টি দেশে।

গুই রাইদার সতর্ক করে বলেন, দৃঢ় পদক্ষেপ না নিলে কভিড-১৯ এর কারণে বৈশ্বিক শ্রম বাজারের সংকট দীর্ঘস্থায়ী হবে।

তিনি আরও বলেন, কেবল স্বাস্থ্য বিষয় নয়, দীর্ঘমেয়াদে কভিড-১৯ অর্থনৈতিক ও সামাজিক সংকটে রূপ নেবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments