Free Porn
xbporn

https://www.bangspankxxx.com
Friday, September 20, 2024
HomeScrollingটি-টোয়েন্টিতে অধিনায়ক হলেন সাকিব

টি-টোয়েন্টিতে অধিনায়ক হলেন সাকিব

অনলাইন ডেস্ক।

সিদ্ধান্তটা আগে থেকেই নেওয়া ছিল। তবে সাকিব আল হাসানের বিতর্কিত সিদ্ধান্তের কারণে সবকিছু পালটে যায়। সাকিবের বিষয়ে কঠোর হয় বিসিবি। নানা নাটকীয়তার পর অবশেষে সাকিব চুক্তি থেকে সরে আসতে বাধ্য হন। অতপর সেই সাকিব আল হাসানের কাছেই নেতৃত্বের ভার তুলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে সাকিবের নেতৃত্বেই খেলবে টাইগাররা। আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি নেতৃত্বে থাকবেন। সঙ্গে চূড়ান্ত হয়েছে সহ-অধিনায়কের নামও।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক শেষে এই ঘোষণা দেন বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। পরে তাকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জালাল ইউনুস বলেন, সাকিব আল হাসান আমাদের সেরা খেলোয়াড়। আমরা তাকে ‘ওউন’ করি। বিসিবি সভাপতির সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে আমরা তাকে অধিনায়ক করা হয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক জুয়াড়ী প্রতিষ্ঠান বেটউইনার এর অঙ্গপ্রতিষ্ঠান  বেটউইনার নিউজের পণ্যদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। বাংলাদেশের আইনে যা সম্পূর্ণ বে-আইনী। বিসিবিও সেখানে প্রথম থেকেই ছিল কঠোর অবস্থানে। সাকিব প্রথমে অনড় থাকলেও ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন এই শঙ্কায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন। প্রথমে মৌখিকভাবে ও পরে চিঠি দিয়ে তা জানান বিসিবিকে।

এমন বিতর্কিত সিদ্ধান্তের পরও কেন সাকিব আল হাসানের হাতেই কেন অধিনায়কের দায়িত্ব? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, সে আমাদের সঙ্গে কথা বলেছে। সে দেখেছে এটা খেলাধুলা বিষয়ক একটা নিউজ পোর্টাল। তাই না বুঝে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অ্যাজেন্টরাও তাকে ভুল বুঝিয়েছিল। তার ভুলের কথা সে স্বীকার করেছে এবং ভবিষ্যতে সে এমন বিষয়ে সতর্ক থাকবে বলে আমাদের বলেছে।

তিনি যোগ করেন, সাকিব আমাদের সেরা খেলোয়াড়দের একজন। সবকিছুর পর তাই সভাপতির সঙ্গে কথা বলে তাকেই অধিনায়ক হিসেবে সিলেক্ট করা হয়েছে।

সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে জয় ৭টিতে, পরাজয় ১৪টি।

এদিকে টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিবের একজন সহ-অধিনায়কও চূড়ান্ত হয়ে গেছে। তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান তার নাম প্রকাশ করেননি। এশিয়া কাপের আগেই নাকি সেটা জানিয়ে দেওয়া হবে।

সহ-অধিনায়ক কে হচ্ছেন জানতে চাইলে জালাল বলেন, সহ-অধিনায়কের নাম চূড়ান্ত হয়ে গেছে। দলের এশিয়া কাপ সফর শুরুর আগেই আমরা সেটা জানিয়ে দেব।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments