Free Porn
xbporn

https://www.bangspankxxx.com
Sunday, September 8, 2024
HomeScrolling২৭ প্রাণহানির পর থামল লিবিয়ার সংঘর্ষ

২৭ প্রাণহানির পর থামল লিবিয়ার সংঘর্ষ

প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে একটি সশস্ত্র উপদলের প্রভাবশালী কমান্ডারের আটককে কেন্দ্র করে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও শতাধিক। পরে সেই কমান্ডারকে মুক্তি দেওয়ার পর শান্ত হয় পরিস্থিতি।

ত্রিপোলির একটি স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতায় ২৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে আটক হওয়া ওই সেনা কমান্ডারের নাম মাহমুদ হামজা। তিনি ৪৪৪ ব্রিগেডের প্রধান এবং এই ব্রিগেডটি ত্রিপোলির বেশিরভাগ নিয়ন্ত্রণ করে থাকেন। সোমবার তাকে মিটিগা বিমানবন্দরে আটক করে স্পেশাল ডিটারেন্স ফোর্স নামের একটি বাহিনী।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্পেশাল ডিটারেন্স ফোর্স এবং ৪৪৪ ব্রিগেড হচ্ছে ত্রিপোলির সবচেয়ে শক্তিশালী দু’টি সামরিক বাহিনী এবং মাহমুদ হামজাকে আটকের পর সোমবার শেষরাত থেকে এই দু’টি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই বেঁধে যায়।

স্পেশাল ডিটারেন্স ফোর্স বছরের পর বছর ধরে ত্রিপোলির অন্যতম প্রধান সশস্ত্র দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। মিটিগা বিমানবন্দর এবং আশপাশের উপকূলীয় এলাকা এই দলটি নিয়ন্ত্রণ করে থাকে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments